জে.এইচ বাবুঃ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরটি (বিআরটিএ) কুমিল্লার উদ্যোগে গতকাল সোমবার মহাসড়কের চলাচলরত নাম্বার বিহীন অবৈধ সিএনজি, মাইক্রোবাসের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় বেশ কিছু সিএনজি চালিত অটোরিক্সা ও মাইক্রোবাস ডাম্পিং এর জন্য আটক করা হয়।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ জেলার বিভিন্ন সড়কে নাম্বার বিহীন, ফিটনেসের মেয়াদ উত্তীর্ণ, রোড পারমিট ছাড়া সিএনজি চালিত অটোরিক্রসা, মিনি মাইক্রোবাস চলাচল করছে। এ খবরে গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরটি (বিআরটিএ) কুমিল্লা অফিসের উদ্যোগে জেলার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় অভিযান চালানো হয়।
জেলা নির্র্বাহী ম্যাজিট্রাট এমদাদুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন বিআরটিএ কুমিল্লা এর মোটরযান পরিদর্শক আবদুল বারি, বিআরটিএ কুমিল্লা এর রাজস্ব কর্মকর্তা আবদুল আওয়াল। এছাড়া পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে ৪৯ টি সিএনজি চালিত অটোরিক্সা, মহাসড়কে চলাচলরত ২৪ টি মিনি মাইক্রোবাস আটক করা হয়। পরে আটককৃত অবৈধ যানবাহন গুলিতে ডাম্পিং এর জন্য পাঠনো হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com