মুরাদনগর (কুমিল্লা) সংবাদাদাতাঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন বি-চাপিতলা গ্রামে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জামির হোসেন(১১) বি-চাপিতলা গ্রামের মোঃ সুরুজ মিয়ার ছেলে। সে একই গ্রামের মাওঃ মিজানুর রহমান ক্যাডেট মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্র।
জানা যায়, জামির হোসেন সোমবার (২০ই মে) সন্ধ্যায় ইফতার করার পর তার নিজ কক্ষে ঢুকার সাথে সাথে সাপে কামড় দেয়। পরিবারের লোকজন সাপে কাটার বিষয়টি নিশ্চিত হবার পর স্থানীয় ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক দিয়ে ভালো না হলে পরে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সেখানে মঙ্গলবার সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com