প্রেস বিজ্ঞপ্তিঃ সুবিধা বঞ্চিত নাগরিকদের নিয়ে বাংলাদেশ সুবিধাবাদি দল (বাসুদ) এর ইফতার মাহফিল ২৫ মে শনিবার বিকেলে নগরীর খন্দকার হক টাওয়ারের গ্রীন চিলি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাসুদ এর কেন্দ্রীয় সভাপতি মহিউদ্দিন আকাশ।
সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাসুদের সাধারণ সম্পাদক শরীফ খান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক আক্তারুজ্জামান খান, সাইফুল ইসলাম সুজন।
সভাপতি'র বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি মহিউদ্দিন আকাশ বলেন, বাংলাদেশ সুবিধাবাদি দল (বাসুদ) নামটি শুনে মানুষের কাছে হাঁসি পেলেও আমরা মূলত সুবিধা বঞ্চিত মানুষকে সেবা প্রদান করে আসছি । কাজ করার ক্ষেত্রে নাম কোনো বিষয় নয়। এটি সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করার একটি ফ্ল্যাটফর্ম। আমরা ইতিপূর্বে বিভিন্ন সময়ে রক্ত দান, শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা প্রদান করে আসছি। এরই অংশ হিসেবে আজ সুবিধা বঞ্চিত নাগরিকদের নিয়ে আমাদের এই আয়োজন।
অনুষ্ঠানে কুমিল্লা নগরীর সুবিধা বঞ্চিত ১৫ জন নাগরিককে ইফতার ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, এনামুল, রাকিব, ইউনুস, নারী নেত্রী শামীমা ভূঁইয়া, এ কে আজাদ, নাঈম, আরিফ মোল্লা, রুবেল, দেলোয়ার।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com