মারুফ আহমেদঃ কুমিল্লা ময়নামতি সেনানিবাস সংলগ্ন নিশ্চিন্তপুর এলাকায় ‘কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজ’এ শনিবার সকালে মাদক বিরোধী পুলিশিং কাউন্সিলিং অনুষ্ঠিত হয়। এতে আয়োজক ছিল কোতয়ালী থানাধীন ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি।
‘মাদককে না’ এই শ্লোগানকে ধারন করে কুমিল্লা কোতয়ালী থানাধীন ক্যান্টনমেন্ট ফাড়ি পুলিশের উদ্যোগে কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজে মাদকের কুফল,বাল্য বিবাহ,ইভটিজিং ও কিশোর অপরাধ নিয়ে সচেতনতা মূলক আলোচনার আয়োজন করেন। কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সালাহ্ উদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) শেখ মাহমুদুল হাসান রুবেল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, এসআই মাহবুবুর রহমান। এছাড়াও ‘কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজ’এর এমডি কাজি আনোয়ার হোসেন সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা প্রতিটি শ্রেনী কক্ষে গিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে মাদকের ধংসাতœক কুফল, বাল্য বিবাহ, ইভটিজিং ও কিশোর অপরাধ সম্পর্কে সচেতনা বৃদ্ধি করনে বক্তব্য রাখেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com