নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মেঘনার আবদুল মোমেন আখন্দ হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।মঙ্গলবার সকালে কুমিল্লা অতিরিক্তি জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নুর নাহার বেগম শিউলি এ রায় দেন।যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলো- জেলার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ইদুল্লাহ মিয়া, একই গ্রামের খলিল মিয়ার ছেলে সাইফুল্লাহ, টুক্কু মিয়ার ছেলে শাহাদাত ও খলিল মিয়ার ছেলে এন্তাজ মিয়া। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এড. রেজ্জাকুল ইসলাম জানান, জেলার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের আব্দুল মজিদ আখন্দের ছেলে আবদুল মোমেন খন্দকার সৌদি প্রবাসী ছিলেন। তার বাড়িতে এক নারীর সাথে আসামিদের অনৈতিক সম্পর্ক ছিল। এ বিষয়ে প্রতিবাদ করায় আসামিরা ২০০৫ সালে ১২ জুলাই তাকে শ্বাসরোধে হত্যা করে। পরদিন তার ভাই আব্দুল মালেক বাদী হয়ে মেঘনা থানায় ১৬জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত, চার্জশীট ও সাক্ষীদের শুনানী শেষে আদালত আজ এই রায় দেন। ১৬জন আসামির মধ্যে বিচারকার্য চলাকালে ৫জন মারা যায় এবং৭ জনকে খালাস দেয়া হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com