আশিকুর রহমানঃ ৩০ মে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন পরিষদের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও ইফতার মাহফিলে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাদকের ভয়াল থাবায় আজ যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। যুব সমাজ ও আপনার আমার সন্তানকে রক্ষা করতে প্রশাসনের পাশাপশি সকলকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। উপজেলা প্রতিটি মহল্লায় মহল্লায় উঠান বৈঠক করে মাদকের কুফল সম্পর্কে মানুষকে বুজাতে হবে। তাহলেই মাদক নামের ক্যান্সার রোগ থেকে ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্ত হবে।
সভায় শিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মোহাম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি, ব্রাহ্মণপাড়া সদস ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি। পরিচালনা করেন যুবলীগ নেতা মোস্তাক আহাম্মেদ। উপস্থিত ছিলেন জেলা মাৎস্য জীবিলীগের সভাপতি শাহ আলম ঠিকাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মনির হোসেন চৌধুরী, বিআরডিবির সাবেক চেয়ারম্যান শাহিন খান মেম্বোর, যুবলীগের সাবেক নেতা শাহদাত হোসেন জীবন, আবু মুসা মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মুমিনুল ইসলাম, যুবলীগ নেতা নবীর হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল হাসান শরীফ, সহ সম্পাদক মেহেদী হাসান শরীফ, হাবীবুর রহমান বাপ্পী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহিদুল হাসান পলাশ, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মিশন, আবু কাউসার প্রমুখ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com