নিজস্ব প্রতিবেদকঃ অবকাশ ওয়েলফেয়ার এসোসিয়েশনে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করে তাদের মাঝে ঈদের আনন্দ দিয়েছে জাগ্রত মানবিকতা। শনিবার ( ১ জুন) দুপুরে কুমিল্লা নগর উদ্যানে অবস্থিত অবকাশ ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রাঙ্গনে সুবিধা বঞ্চিত শতাধিক শিশুদের মাঝে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
এসময় জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসীন বাহার সূচনা বলেন, এই সুবিধা বঞ্চিত শিশুদের সমাজে ভালোভাবে বেচেঁ থাকার জন্য আমরা কাজ করছি। আমি তাদের ঈদের খুশি আর আনন্দ দিতে পেরে আমার ঈদের খুশি আর আনন্দ খুজে পাই তাদের মাঝে। এই সুবিধা বঞ্চিত শিশুদের ঈদ আনন্দই আমার আনন্দ।
সমাজে যারা বিত্তবান আছেন এমন সকলেই যদি তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে তাদের আগামী ভবিষ্যত সুন্দর হবে। সকলে মিলে একটু করে সাহায্যের হাত বাড়ালে এই শিশুরা একটু ভালো করে বাচতেঁ পারবে।
এসময় জাগ্রত মানবিকতার পরিবারের সদস্যরা ও অবকাশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com