ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার জুট মিলে ঢুকে পড়ায় দুই পথচারী শিশু নিহত হয়েছে। বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন নূরীতলা আশা জুট মিলের সামনে এই ঘটনা ঘচে। এসময় প্রাইভেটকার তাদেরকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় তাদের কুমিল্লা মেডিকের কলেজে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে।
নিহতরা হলেন, জেলার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের আতাপুর গ্রামের আব্দুল মান্নান এর ছেলে মাঈনুদ্দিন জিসান (৮) এবং একই গ্রামের আবুল খায়ের এর ছেলে কাউসার (১০)। তারা একে অপরের চাচাতো ভাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম বলেন, ঈদে মহাসড়ক ফাঁকা পেয়ে গাড়িগুলো বেপরোয়া গতিতে চলাচল করছিলো। বুধবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারী শিশুকে চাপা দিয়ে মহাসড়ক সংলগ্ন আশা জুট মিলের গেটে ঢুকে পড়ে শিশু দুটিকে চাপা দেয়।
এ ঘটনার পর প্রাইভেটকার চালক পালিয়ে যায়। ঘাতক প্রাইভেটকারটি আটক আছে। এ ঘটনায় নিহত শিশু জিসান এর বড় ভাই নূর উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com