ডেস্ক রিপোর্টঃ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা করেছে সামাজিক সংগঠন জাগ্রত মানবিকতা। শুক্রবার টাউন হল থেকে জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনার সার্বিক তত্ত্বাবধায়নে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রানীর কুঠিরের সামনে গিয়ে শেষ হয়।
রানীর কুঠিরের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দিবসটি তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
তারা বলেন, রক্ত মানুষের জীবন বাঁচায়। মুমূর্ষু রোগিকে বাঁচাতে আমরা সব সময় রক্ত দিতে প্রস্তুত থাকি। আমাদের স্বেচ্ছায় রক্তদাতারা যেকোনো মানবিক প্রয়োজনে সাড়া দিতে প্রস্তুত। আমরা মনে করি, এর মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে ওঠবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com