ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার দাউদকান্দিতে ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। রোববার বিকেলে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পশ্চিম হুগুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার শিশুটি হুগুলিয়ার স্থানীয় মহিলা মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে শেখ ফরিদের (৫৫) নামে রাতেই শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন আইনে দাউদকান্দি মডেল থানায় মামলা করেছেন।
শিশুটির নানি বলেন, “রোববার বিকেলে শিশুটি স্থানীয় মারকাজ মসজিদের পশ্চিম পাশের পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় শেখ ফরিদ শিশুটিকে ডেকে কলা গাছের আড়ালে নিয়ে যায়। আমি দূর থেকে দেখে অনেকক্ষণ দেরি হওয়ায় সেখানে যাই। আমাকে দেখে শেখ ফরিদ অন্যদিকে চলে যায়। পরে আমার নাতিনকে (চাচাত) হাত ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পাই।”
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ.স.ম আব্দুন নুর দেশ রূপান্তরকে বলেন, খবর পেয়ে রোববার রাতেই শিশুটিকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেই। সোমবার আদালতের মাধ্যমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। ঘটনায় জড়িত শেখ ফরিদকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। খুব দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com