ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মর্মান্তিক হয়েছে। নিহতদের একজন বয়স্ক নারী ও একজন পুরুষ। আজ মঙ্গলবার সকাল ১০টা ও সাড়ে ১২টায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত পুরুষের নাম হাছান আলী (৩৫), তিনি রেললাইন নির্মাতা প্রতিষ্ঠান ম্যাক্সের ড্রাইভার বলে জানা গেছে। তিনি কুমিল্লার রাজাপুর স্টেশন এলাকায় বেলা সাড়ে ১২টায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন। নিহত হাছান আলীর বাড়ী মাগুরা জেলায়। নিহত অপর বৃদ্ধা নারীর নাম পরিচয় জানা যায়নি। ওই নারী গুমতির দক্ষিণ পাড়ে ট্রেনে কাটা পড়ে নিহত হন। লাশ দুটি কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজবাহুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহগুলো ফাঁড়িতে রাখা আছে। আগামীকাল বুধবার লাশগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল লেজ হাসপাতালে পাঠানো হবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com