ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার দাউদকান্দিতে রয়্যাল কোচ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে গেছে। এতে দুই নারী যাত্রীসহ ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কিছু যাত্রী। বাংলা নিউজ
বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জের টাইমটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিলো।
এর মধ্যে নিহত দু’জন হলেন- জেলার বুড়িচং উপজেলার সিতালীহর গ্রামের সফিকুর রহমানের স্ত্রী রৌশন আরা বেগম (৬০) এবং মুরাদনগর উপজেলার মামুন মিয়ার মেয়ে আনিকা (২২)। আহতদের মধ্যে তাসলিমা আক্তার (৩০), নাজনীন (১৯), বিল্লাল (৩৮) ও সামসুন্নাহার (৩৬) নামে চারজনসহ সাতজনকে ঢাকা ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের সহকারী পুলিশ সুপার সফিকুল ইসলাম শিকদার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com