লাকসাম প্রতিনিধিঃ রবিবার দুপুরে লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় কুমিল্লা র্যাব-১১ ও ভ্রাম্যমান আদালতের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এসময় একটি পলিথিন ও একটি ইলেকট্রিক কারখানায় অভিযান চালিয়ে নগদ ১লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েক লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, লাকসাম দক্ষিণ বাইপাস সুরক্ষা হসপিটাল সংলগ্ন এলাকার সুরুজ মিয়ার বাড়িতে জসিম উদ্দিনের জেএফএস প্যাকেজিং কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা আদায় এবং ১৪‘শ কেজি মালামাল জব্দ করা হয়। একই বাড়িতে ইব্রাহিম খলিলের নকল ইলেকট্রিক কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা র্যাব-১১ এর সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার প্রনব কুমার, লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিট্রেট উজালা রানী চাকমা, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নজরুল ইসলাম সহ র্যাবের অন্যান্য সদস্য।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com