ডেস্ক রিপোর্টঃ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান।
বুধবার দুপুরে তিনি হাসপাতাল পরিদর্শনে এসে জরুরী বিভাগ, বর্হি বিভাগ, শিশু, নারী ও পুরুষ ওয়ার্ড, প্যাথলজি, লেবার রুম, অপারেশন থিয়েটার, ব্লাড ট্রান্সফিউশন, ইপিআই রুম, হল রুম এবং হাসপাতাল ও কোয়ার্টার সংস্কার কাজ ঘুরে দেখেন।
এসময় তিনি বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক মানুষকে সঠিক চিকিৎসা সেবা প্রদানে চিকিৎসক ও নার্সদের প্রতি নির্দেশনা প্রদান করেন। গুনগত স্বাস্থ্যসেবা দেশের সব মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে নানামুখী কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।
এসময় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জালাল হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহীনূর আলম সুমন, মেডিকেল অফিসার ডাঃ মোঃ জালাল উদ্দিন, নার্স ও অন্যন্য স্টাফগণ উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com