মো: ওমর ফারুকঃ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসী রহিম বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। শনিবার উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ভূক্তভোগী পরিবার পক্ষে শাহ জালাল স্বপন জীবনের নিরাপত্তা ও জমির সীমানার জায়গা উদ্ধার চেয়ে মুন্সীরহাট বাজারে হাই স্কুল রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে শাহজালাল স্বপন তার বক্তব্যে বলেন, একই গ্রামের আব্দুর রহিম প্রকাশ অস্ত্র রহিম, সোলেমান, গাঁজা সুমন, জাফর আহাম্মদ ও রনি মিয়া তার কাছে বিভিন্ন ভাবে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় গত ১০ মে জমির সীমানা প্রাচীর ভেঙ্গে সম্পত্তি দখল করার চেষ্টা করেন। ১১ মে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করি। অভিযোগের আলোকে পুলিশ ঘটনাস্থলে এসে সত্যতা পেয়েও মামলাটির প্রাথমিক তদন্ত রির্পোট আদালতে দেয়নি, বা ব্যবস্থা গ্রহণ করেনি। পরে কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করি। এ মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে অস্ত্র-সস্ত্র দিয়ে প্রাণে মেরে পেলার জন্য হুমকি ধমকি দিয়ে আসছে। বর্তমানে আমার পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি। ন্যায় বিচারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসন কাছে হস্তক্ষেপ কামনা করছি। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, মৃত সাদেক আলীর ছেলে রঙ্গু মিয়া, মৃত আবুল খায়েরের ছেলে বেলাল হোসেন, মৃত হাশেম মিয়ার ছেলে তাজুল ইসলাম, সফিকুল ইসলামের ছেলে রুবেল প্রমূখ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com