ডেস্ক রিপোর্টঃ বৃহস্পতিবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলা উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিশ্ব জন সংখ্যা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার এর নেতৃত্বে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা এবং সম্মাননা ক্রেষ্ট শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের মাঝে বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নীর সার্বিক তত্ত্বাবধানে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্না দাশ, প্রকৌশলী জিহান আল তুহিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ,ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার রৌশন আরা বেগম, সমাজ সেবা অফিসার মোঃ শহীদুর রহমান খান, ম্যসৎ কর্মকর্তা সফিকুল ইসলাম, মোকাম ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুল হক মুন্সী,ময়নামতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান,অ্যাডভোকেট রেজাউল ইসলাম সুন্দ্রম,সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নুরুল ইসলাম, ডা. মোঃ শামীমুল ইসলাম বাবুল,পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক মোঃ গোলাম সামদানী,নুরুন্নাহার,নাছরিন আক্তার,জান্নাতুন ফেরদৌস, জীবন নাহার,মোঃ অলি উল্লাহ, মদিনা পিয়ারি,মোঃ আওলাদ হোসেন, আবদুল আউয়াল, মহি উদ্দিন ও আলো রানী নন্দী প্রমুখ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার ও বিশেষ অতিথিদের নিকটক থেকে পরিবার পরিকল্পনা বিভাগের শ্রেষ্ঠ কর্মকর্তা এবং শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুল হক মুন্সী।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com