ডেস্ক রিপোর্টঃ দুই দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত কুমিল্লাবাসী। ঝড়ো বাতাস আর বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে কর্মচাঞ্চল্য। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে নিম্ন আয়ের মানুষ।
শুক্রবার নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে দেখা গেছে, অনেকেই কাক ভেজা হয়ে বাড়ি ফিরছে। কমেছে যানবাহনের সংখ্যাও। তাই সবাইকে গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।
মুরাদনগরের আবদুল গফুর জানান, শাসনগাছা থেকে ফৌজদারির রিকশা ভাড়া ২০ টাকা, সিএনজি ভাড়া ১০ টাকা। বৃষ্টির কারণে সিএনজি পাচ্ছি না। রিকশাওয়ালারাও ২০ ভাড়া ৪০ টাকা চাইছে।
কুমিল্লা আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মো. ইসমাইল হোসেন ভূঁইয়া জানান, এখন বৃষ্টিপাত হওয়াই স্বাভাবিক। আরো দুইদিন আকাশ মেঘলা থাকবে। হাল্কা কিংবা মাঝারি বৃষ্টিও হতে পারে।
সূত্রঃ ডেইলি বাংলাদেশ
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com