মাজহারুল ইসলাম বাপ্পি: “মাছ চাষে গড়বো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” “মৎস্য সেক্টরের সমৃদ্ধি,সুনীল অর্থনীতির অগ্রগতি” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় সদর দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা শায়লা শারমিন সদর দক্ষিণ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
এ সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোসা: নিলিমা আক্তার,ফিল্ড এসিস্টেন্ট কাজী সাইফুল ইসলাম,বিজয়পুর ইউনিয়ন মৎস্য প্রতিনিধি মাহাবুবুল আলম উপস্থিত ছিলেন। মৎস্য কর্মকর্তা শায়লা শারমিন বলেন, কুমিল্লা সদর দক্ষিণের বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণ মৎস্য খামারী রয়েছে।
সদর দক্ষিণ উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে মৎস্য চাষীদের প্রশিক্ষণ সহ সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বর্তমানে বাংলাদেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ প্রেসক্লাবের উপদেষ্টা দৈনিক ইত্তেফাক ও কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার মো: মিজানুর রহমান,সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক রূপসী বাংলার স্টাফ রিপোর্টার হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার,সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কুমিল্লার সদর দক্ষিণ প্রতিনিধি শাহ ফয়সাল কারীম,দপ্তর সম্পাদক ও ডেইলি কুমিল্লা নিউজের রিপোর্টার মাজহারুল ইসলাম বাপ্পি।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com