কুবি প্রতিনিধিঃ বিভিন্ন ব্রান্ডের দুধের নমুনা পরীক্ষা করে অ্যান্টিবায়োটিক পাওয়ার ফলাফল প্রকাশ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের সাবেক পরিচালক ও ঔষধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আ ব ম ফারুকের বিরুদ্ধে আক্রমণাত্নক বক্তব্য এবং মামলার হুমকির প্রতিবাদে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বুধবার(১৭ জুলাই) বিকালে শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে বাজারে বিভিন্ন ব্রান্ডের দুধের নমুনা পরীক্ষা করে অ্যান্টিবায়োটিক পাওয়ার ফলাফল প্রকাশের জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের সাবেক পরিচালক ও ঔষধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আ ব ম ফারুকের বিরুদ্ধে বিভিন্ন মহল আক্রমণাত্নক বক্তব্য এবং মামলার হুমকি প্রদান করছে। কুুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ ধরনের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
জনস্বার্থে এবং জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই অধ্যাপক ফারুক গবেষণার ফলাফল প্রকাশ করে যথার্থ কাজ করেছেন জানিয়ে শিক্ষক সমিতি এ ধরনের হুমকি সমগ্র শিক্ষক জাতির জন্য মানহানিকর বলে উল্লেখ করেন। এ ধরনের পরিবেশ অব্যাহত থাকলে শিক্ষক ও গবেষকরা গবেষণার আগ্রহ হারাবেন বলেও উদ্বেগ প্রকাশ করা হয়।
কুুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফারুক স্যারের পাশে আছে জানিয়ে এধরনের গবেষণা অব্যাহত রাখা ও ফল প্রকাশের অনুরোধ করেন। পাশাপাশি ভেজাল প্রতিরোধ ও খাদ্যের মান যথাযথ রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com