মো. ওমর ফারুকঃ কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউপির ইছাপুরা গ্রামের পূর্ব পাড়ার নতুন বাড়ীতে এক পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করলেন সমাজপতিরা । গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে জানা যায়, গত ১২ বছর পূর্বে বাঙ্গড্ডা থেকে মৃত. জুলফু মিয়ার ছেলে মো: হিরন মিয়া ও তার বায়রা আবদুল মালেক ইছাপুরা গ্রামের কালো হাজী ও গোলাপ হোসেন নামের দুই ব্যাক্তির কাছ থেকে জমি কিনে বসত বাড়ি গড়ে তুলেন। বাড়ীর পিছনে অংশে মো: হিরন মিয়া কাঁচা রাস্তার পাশে তার বায়রা আবদুল মালেক। বাড়ীর উত্তর পাশে হিরন মিয়া ৬ ফুট রাস্তা দিয়ে ১২ বছর ধরে চলাচল করে আসছেন। বাড়ির রাস্তাটি বন্ধ করে দিল আবদুল মালেক ও সমাজপতিরা। এতে মো: হিরন মিয়া তার পাঁচ মেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বাড়ির পিছন দিয়ে পানি দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।
হিরন মিয়া সাংবাদিকদের বলেন,সকালে আব্দুল মালেক, ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও গ্রামের সর্দার মাতব্বরসহ শতাধিক লোকজন দেশীয় অস্ত্র স্ব¯্র নিয়ে এসে আমার বাড়ীর চলাচলের রাস্তাটিতে টিন সেডের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। আমার কোন ছেলে সন্তান নেই ৫ মেয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করছি। মেয়েরা স্কুল, কলেজে যেতে পারছেনা একমাত্র চলাচলের রাস্তা এটি আমি কার কাছে বিচার চাইব।এর আগে গত ১৫/১৬ দিন আগে আমি বাড়ীতে ধান শুকাইতে দিলে আবদুল মালেকের ৩০/৩৫টি হাঁস আমার ধান নষ্ট করে, আমার স্ত্রী তাদেরকে বললে এ নিয়ে ঝগড়া হয়। তারা আমার স্ত্রী ও মেয়েদের মারধর করে। তখন আমার স্ত্রী বাদী হয়ে ভূচ্ছি তদন্ত কেন্দ্রে অভিযোগ করে। এবিষয়ে ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, গ্রামবাসী দুই হাজার লোক স্বাক্ষর দিয়ে রাস্তাটি বন্ধ করে দেয় তারা খারাপ লোক। অভিযুক্ত আব্দুল মালেককে বাড়ীতে গিয়েও পাওয়া যায়নি। লালমাই ভূচ্ছি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো:তোফাজ্জল হোসেন বলেন, হাঁস মুরগী নিয়ে দুই বোনের মধ্যে প্রায়ই ঝগড়া হয়, এ নিয়ে আমার কাছে অভিযোগ দিলে উভয় পক্ষকে নিয়ে আগামি শুক্রবার বসবো। বাড়ীর রাস্তা বন্ধ করার বিষয়টি আমি জানিনা, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com