ডেস্ক রিপোর্টঃ সোমবার বিকাল চারটায় কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও বনবিভাগের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। স্হানীয় সংসদ সদস্য কমিল্লা-৫ এর সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু'র নামে বরাদ্দকৃত আড়াই হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা উপজেলার কালি নারায়ন বালিকা উচ্চ বিদ্যালয় ও আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা মোঃ রফিক উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা ও কালি নারায়ন বালিকা বিদ্যালয় এর সভাপতি বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম আমিনুল ইসলাম, কালি নারায়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ শীল,উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান, যুব লীগ নেতা মোঃ মোবারক হোসেন খন্দকার, মোঃ মিজানুর রহমান লিটন, সহকারী শিক্ষক শাহীন আক্তার, নাসির উদ্দীন সরকার, মোখলেছুর রহমান, জাকির হোসেন, আবুল হাসনাৎ,মাও. আলিম উল্লাহ, আবদুল কাদের, মিজানুর রহমান, জসিম উদ্দিন সহ সকল শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com