মারুফ আহমেদঃ শ্রেনী কক্ষে শিক্ষক যখন পাঠদানে ব্যস্তছিল তখন হঠাৎ হাসাহাসি । এরপর তাদের নিয়ে যাওয়া হলো চিকিৎসার জন্য হাসপাতালে। গতকাল সোমবার দুপুর আড়াইটায় সদর উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনী কক্ষের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষক,অভিভাবকদের আতঙ্কিত এই ছিল চিত্র।
স্কুল শিক্ষক ও অসুস্থ্য শিক্ষার্র্থীদের স্বজন সুত্রে জানা গেছে, কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সৈয়দপুর এলাকায় সৈয়দপুর উচ্চ বিদ্যালয়টির অবস্থান। প্রতিদিনের মতো গতকাল সোমবার সকালে যথারিতি স্কুলে শিক্ষক,শিক্ষার্থীরা উপস্থিত হয়েছিল। দুপুরে টিফিন পিরিয়ড শেষে আবারো পাঠদান শুরু হয়। বেলা আড়াইটায় ৮ম শ্রেনীর ক্লাসে পাঠদান করছিলেন সুধাংশু ভূষন দাস। তিনি জানান, হঠাৎ শ্রেনীকক্ষে দু’তিন শিক্ষার্থী হাসাহাসি শুরু করে। কারণ জানতে চাইলে অন্যরাও হাসি শুরু করে একে একে অসুস্থ্য হয়ে পড়ে। এরপর অভিভাবকদের কানে পৌঁছে সন্তানদের অসুস্থ্যতার খবর । ছুটে আসে বিদ্যালয়ে। এিেদকে শিক্ষকসহ অন্যন্যরা ইজিবাইক,রিকèায় করে আহতদের নিয়ে ছুটে যায় কাছাকাছি দুরত্বে থাকা ইষ্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অভিভাবকদের উদ্বিগ্ন দেখা যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,এটা মানসিক কারণে হয়েছে। তবে হাসপাতালে গিয়ে দেখা গেছে শুধুমাত্র ওই অসুস্থ্য শিক্ষার্থীদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com