ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা জেলা ঔষধ প্রশাসন ও বাংলাদেশ কেমিস্ট ড্রাগিস্ট সমিতি বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে মেয়াদ উত্তীর্ণ, নকল, ভেজাল, রেজিস্ট্রেশন বিহীন, ফিজিসিয়ান স্যাম্পল ও সরকারী ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়েটিক বিক্রিয় বন্ধে বুধবার সকালে বুড়িচং উপজেলা সদরে এক জনসচেতনা মূল্যক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ঔষধ তত্বাবধায়ক মোঃ সফিকুল ইসলাম। রুমা মেডিকোর স্বত্বাধিকারী মোঃ সেলিম এর সভাপতিত্বে ও হ্যাপি মেডিকো এন্ড ডক্টস্ সেন্টারের স্বত্বাধিকারী ইমতিয়াজ আহাম্মদ ইমন এর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা কেমিস্ট ড্রাগিস্ট সমিতির সহ-সভাপতি মোঃ হানিফ, ব্রাহ্মণপাড়া উপজেলার কেমিস্ট ড্রাগিস্ট সমিতির সভাপতি মোঃ মোরশেদ, যুগ্ম সম্পাদক শাহ জামাল, আঃ খালেক, নাজমুল, রমিজ উদ্দিন, জিলানী, সুমন, হোসেন প্রমূখ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com