আশিকুর রহমানঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য অনুযায়ী গতকাল ৪ আগষ্ট রবিবার সকাল পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত শিশুসহ ৪জন রোগীর সন্ধান পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা জ্বরে আক্রান্ত রোগীদের পরীক্ষা নিরিক্ষা করে কর্তব্যরত ডাক্তার তাদের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হিসেবে তাদেরকে সনাক্ত করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত ইমন ও সাগরকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরণ করে। এর মধ্যে উপজেলার গোপালনগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সোয়াইদ বিন বিল্লাল (৪), শিদলাই গ্রামের জামাল হোসেনের ছেলে ইমন (১৭), চান্দলা ইউনিয়নের সবুজপাড়া গ্রামের কাউসার মিয়ার ছেলে সাগর (১৯) ও ব্রাহ্মণপাড়া পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত বেলায়েত হোসেন (৩৫) কে ডেঙ্গুতে আক্রান্ত হিসেবে সনাক্ত করা হয়।
এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা কামরুল হাসান সোহেল জানান, ব্রাহ্মণপাড়া উপজেলায় এই পর্যন্ত ৪ জন রোগী ডেঙ্গুজ্বরে সনাক্ত হয়েছে। আমারা তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরণ করেছি। তবে এই ব্যাপারে আমরা সার্বক্ষণিক সচেতন আছি। উপজেলার কোথাও কেউ যদি জ্বরে আক্রান্ত হয়, তাহলে অন্য কোথাও চিকিৎসা না নিয়ে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসার আহবান জানান তিন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com