ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় চিকিৎসা অবহেলায় আনোয়ার হোসেন (৪২) নামে ডেঙ্গু আক্রান্ত এক ব্যক্তি মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আনোয়ার সদর উপজেলার কাটানিসার গ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আবদুল হাইয়ের ছেলে। গত ৩ আগস্ট ঢাকা নেয়ার পথে মারা যান তিনি। এ ঘটনা তদন্তে তদন্তে কমিটি করা হবে বলে জানিয়েছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।
আনোয়ারের পরিবারিক সূত্রে জানা যায়, গত ক’দিন আগে জ্বরে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল সেন্টার হসপিটালে ভর্তি হন আনোয়ার হোসেন। হসপিটাল কর্তৃপক্ষ অসুস্থ আনোয়ার হোসেনের সঠিক রোগ নির্ণয় করতে পারেনি। পরে গত শনিবার রোগীর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ঢাকায় নেয়ার পথে মারা যান আনোয়ার হোসেন।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লার সিভিল সার্জন ডা.মুজিবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com