গোলাম কিবরিয়াঃ পবিত্র ঈদ-উল-আযহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৬ আগস্ট( মঙ্গলবার) থেকে ১৪ দিনের ছুটি শুরু হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী, পবিত্র ঈদ-উল-আযহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৬ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ আগস্ট থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। আর ক্লাস-পরীক্ষা শুরু হবে আগামী ২০ আগস্ট থেকে।
এদিকে আজ দুপুর ১২টা পর্যন্ত হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন। হলগুলো আগামী ১৭ আগস্ট খোলা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মো. জিয়া উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুর থেকে হল বন্ধ থাকবে। আগামী ১৭ আগস্ট সকাল থেকে যথারীতি হলগুলো খোলা থাকবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com