ডেস্ক রিপোর্টঃ গত শুক্রবার গভীর রাতে বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের পশ্চিম পাড়ার জামশেদুল আলমের ঘরে বিদ্যুৎশর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্র পাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে।আগুনের উপস্থিতি ঘরের ঘুমন্ত লোকজন টের পেয়ে সুর চিৎকার করে বের হয়ে আসে। পরে বাড়ীর লোকজন টের পেয়ে এলাকাসী দেড় ঘন্ট চেষ্টা চালিয়ে আগুন নিয়তন্ত্রনে আনে।
স্হানীয় সূত্র জানায়, গত শক্রবার রাত্র ১ টায় উপজেলার রাজাপুর ইউনিয়ন এর বারেশ্বর পশ্চিম পাড়ার ব্যবসায়ী জামসেদ আলমের বসত ঘরে বিদুৎ সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্র ঘটে। এসময় ওই ঘরে সকল সদস্য ঘরে গভীর ঘুমে ছিল। পরে আশে পাশের লোক জনের মাধ্যমে ঘুম থেকে উঠে বাহিরে আসে। বাড়ী ও আসে পাশের লোক জন প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় জামশেদুল আলমের চার রুমের একটি টিন শেডের ঘর সম্পূর্ণ পুড়ে ভূষ্মীভূত হয়ে যায়। ঘরে থাকা নগদ পৌনে দুই লাখ টাকা,১ শত৮৫ মন ধান,এবং ৫ মন চাউল এবং আসবাব পত্র ঘরের সম্পূর্ন মালামাল সহ প্রায় ১২ লক্ষাধিক টাকার মতো আগুনে সম্পূন পুড়ে ক্ষয় ক্ষতি হয়। আগুনের তান্ডবে কপাল পুড়ে সর্বশান্ত হলো জামশেদ আলম।
এদিকে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান অগ্নিকান্ডের খবর পেয়েছেন। তিনি জানান ঘটনা স্হল পরিদর্শন যাবেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পরিবার কে সরকারি সাহায্য সহযোগিতা করার আসশাস দেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com