ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা ডিবির এলআইসি টিমের এসআই পরিমল চন্দ্র দাস পিপিএম, এএসআই অসীম রায় ও মিল্লাত সহ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার অভিযান চালিয়ে জাঙ্গালিয়া বাসষ্ট্যান্ডস্থ এশিয়া এয়ারকন কাউন্টারের সামনে থেকে চিহিৃত মাদক ব্যাবসায়ী আল আমিন (৩২) কে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
ধৃত আসামীর তথ্য মোতাবেক একই টিম অভিযান চালিয়ে ৪ শত পিছ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
কুমিল্লা মহাসড়কের আলেখারচর এলাকা হতে সদর দক্ষিণ উপজেলার ভোলাই কুড়িয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল কালাম (৩৫) এবং নারায়ণ গঞ্জ জেলার ফতুল্লা উপজেলার মাজদাইর গ্রামের দ্বীন ইসলামের ছেলে সুমন (৪২) কে ৪ শত পিছ ইয়াবাসহ আটক করে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল ও কোতোয়ালী মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com