ব্রাহ্মণপাড়ায় ম্যাজিষ্ট্রেট দেখে পালালো অতিরিক্ত ভাড়া আদায়কারী চালকরা
আশিকুর রহমানঃ কুমিল্লার শাসনগাছা টু ব্রাহ্মণপাড়া সড়কে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতি দেখে অতিরিক্ত ভাড়া আদায়কারী সিএনজি অটোরিক্স চালকারা যাত্রীদের সাথে সুন্দর আচরণ ও নির্ধারিত ভাড়া নেওয়ার প্রতিযোগিতায় ব্যাস্ত হয়ে পড়ে। এ ছাড়াও অতিরিক্ত ভাড়া আদায়কারী অনেক সিএনজি অটোরিক্সা চালক ম্যাজিষ্ট্রেটের উপস্থিতির খবর পেয়ে পালিয়ে যায়। এই সড়কের গত কয়েকদিনের চিত্র যেন শনিবার দুপুরে মুহর্তেই পরিবর্তন হয়ে যায়। এর মধ্যে অতিরিক্ত ভাড়া আদায়কারী ১২ টি সিএনজি অটোরিক্সা আটক করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। দিন শেষে মুছলেকা দিয়ে সিএনজি অটোরিক্সা ছাড়িয়ে নেয় চালকরা।
সরজমিনে ঘুরে ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদের পূর্ব থেকে ঈদ পরবর্তী দিন গুলিতে কুমিল্লা শাসনগাছা টু ব্রাহ্মণপাড়া সড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ উঠে আসে। গত শনিবার দিনব্যাপী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর সাদিক চৌধুরী উপজেলার সাহেবাবাদ দক্ষিণপাড়া এলাকায় কুমিল্লা শাসনগাছা টু ব্রাহ্মণপাড়া মিরপুর সড়কে এবং উপজেলার বাগড়া টু কুমিল্লা কাপ্তান বাজার সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতি টের পেয়ে সড়ক দুটিতে সিএনজি অটোরিক্সা চালকরা যাত্রীদের সাথে সুন্দর আচরণ এবং যাত্রীদের কাছ থেকে পূর্বের নির্ধারিত ভাড়া নেয়। এছাড়াও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতির খবর পেয়ে অতিরিক্ত ভাড়া আদায়কারী অনেক সিএনজি চালক পালিয়ে যায়। এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ১২ টি সিএনজি অটোরিক্সা আটক করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে আসে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফৌজিয়া সিদ্দিকা ও জাফর সাদিক চৌধুরী। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার নিকট সিএনজি অটোরিক্সা চালকরা অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীদের কোন প্রকার হয়রানী করবেনা মর্মে মুছলেকা দিয়ে তাদের সিএনজি অটোরিক্সা ছাড়িয়ে নেয়। এসময় ভ্রাম্যমান আদালতে থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।