ডেইলিকুমিল্লানিউজ ডেস্কঃ কুমিল্লার সর্বত্রই এখন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ বইতে শুরু করেছে। রাজনৈতিক সভা-সেমিনারে নেতাদের বক্তব্যই বলে দিচ্ছে জাতীয় নির্বাচন আসছে। বর্তমানে রাজপথের বিরোধীদল বিএনপি অনেকটা কৌশলী হয়ে নিরবে নির্বাচনী মাঠ গোছানো শুরু করেছে। বিএনপি নেতাদের মাঝে এখনো হামলা-মামলার আতঙ্ক কাজ করছে। তাই তারা আগামী সংসদ নির্বাচন নিয়ে মাঠ পর্যায়ে না নামলেও কোন আসনে কে প্রার্থী হবেন তা অনেকটা দলীয় হাইকমান্ড থেকে গ্রীণসিগন্যাল দেয়া রয়েছে বলে দলীয় সুত্রে জানা গেছে। অন্যদিকে আগামী সংসদ নির্বাচন নিয়ে আওয়ামীলীগ প্রকাশ্যেই প্রচারণার ডামাঢোলে নেমেছে। সরকারের উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরা হচ্ছে জনসন্মুখে। জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীরাও বসে নেই।
কুমিল্লা-১ সংসদীয় আসনে মনোনয়ন পেতে আওয়ামীলীগের অনেকে এখন থেকেই লবিং শুরু করেছেন। এ আসনে আওয়ামীলীগের এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া ছাড়াও দাউদকান্দি ও মেঘনা আওয়ামীলীগের অন্তত ডজনখানেক নেতা মনোনয়ন প্রত্যাশির খাতায় নাম উঠিয়েছেন।
১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ড. খন্দকার মোশাররফ হোসেন স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ ইঞ্জিনিয়ারকে বিপুল ভোটে পরাজিত করে নির্বাচিত হন। পরে তিনি ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম এবং ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হন। এ আসনে মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভূঁইয়া ২০০৮ সালে নবম ও ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
স্বাধীনতাপরবর্তী সময়ে এ আসনে উপনির্বাচনসহ বিএনপি পাঁচবার, আওয়ামী লীগ তিনবার এবং জাসদ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা একবার করে বিজয়ী হন। মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভূঁইয়া এ আসনে ২০০১ সালে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে পরাজিত হন। ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে দাউদকান্দি উপজেলার জুরানপুরে এক বিশাল জনসভায় জননেত্রী শেখ হাসিনার হাত ধরে তিনি আওয়ামী লীগে যোগ দেন। দাউদকান্দি ও মেঘনা উপজেলায় আওয়ামী লীগের রাজনীতি সাংগঠনিকভাবে শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেনকে পরাজিত করে আসনটি প্রায় ৩৫ বছর পর পুনরুদ্ধার করেন। বর্তমানে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভূঁইয়া এলাকার উন্নয়নমূলক কাজ তদারকির পাশাপাশি নিয়মিত সভা-সমাবেশ, জনসংযোগ ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তিনি।
আওয়ামী লীগঃ মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভূঁইয়া এমপি হলেও তার সঙ্গে জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের দা-কুমড়া সম্পর্ক। দশম সংসদ নির্বাচন থেকেই এ অন্তর্কলহ শুরু। নেতাকর্মীদের বড় একটি অংশের অভিযোগ, দলের প্রবীণ ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করা, আত্মীয়করণ, স্বজনপ্রীতি করেন এমপি।
এ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের নবাগত সভাপতি ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা (উত্তর) জেলা সভাপতি আবদুল আউয়াল সরকার, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভিসি ও জেলা সহসভাপতি ড. আবদুল মান্নান জয়, কুমিল্লা (উত্তর) জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ব্যারিস্টার নাঈম হাসান, মেঘনা উপজেলা সভাপতি মো. শফিকুল আলম।
এ ছাড়া আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক সেনাবাহিনীপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী ভূঁইয়া (সুমন), কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক বশিরুল আলম মিয়াজী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শফিউল বশর ভান্ডারী, দাউদকান্দির প্রবীণ সাংবাদিক শাহজাহান।
মনোনয়নের ব্যাপারে মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভূঁইয়া বলেন, অন্য যে কোনো সময়ের তুলনায় দাউদকান্দি-মেঘনা উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে ও আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেছি। আসনটি ধরে রাখার কথা চিন্তা করে বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ সংসদ নির্বাচনে নৌকার মাঝি আমাকেই করবেন বলে আমার বিশ্বাস।
দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী (লিল মিয়া) বলেন, দাউদকান্দি ও মেঘনা উপজেলায় আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেছেন সাংসদ মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভূঁইয়া। এ আসনে বিএনপির প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার বিকল্প এখন পর্যন্ত আওয়ামী লীগে কেউ নেই। শেষ পর্যন্ত সুবিদ আলী ভূঁইয়া এমপি নৌকা প্রতীকের মনোনয়ন পাবেন বলে মনে করেন এ নেতা।
মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন সিকদার বলেন, মেঘনাবাসী দলমত নির্বিশেষে গণমানুষের নেতা শফিকুল আলমকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে চায়। তবে সভানেত্রী যাকে নৌকা প্রতীকের মনোনয়ন দেবেন, তার পক্ষে আমরা কাজ করব।
বিএনপিঃ বিএনপির একক সম্ভাব্য হেভিওয়েট প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনে গ্রুপিং না থাকায় সাংগঠনিকভাবে দলটি অনেক শক্তিশালী। ড. মোশাররফ হোসেন প্রায়ই ঢাকা থেকে এলাকায় এসে সাংগঠনিক কার্যক্রম জোরদার, বিভিন্ন সামাজিক-ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন ও গণসংযোগ করেন। তিনি একক প্রার্থী থাকায় আওয়ামী লীগের চেয়ে বিএনপি সুবিধাজনক অবস্থায় রয়েছে। অবশ্য ড. খন্দকার মোশাররফ হোসেন অন্য কোনো আসনে প্রার্থী হলে তার ছেলে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এ আসনে প্রার্থী হতে পারেন বলেও জানিয়েছে বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র নেতাদের জেলে রেখে এ দেশে নির্বাচন হবে না। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সব মিথ্যা-বানোয়াট মামলা প্রত্যাহারে বাধ্য করে, বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এবং দেশে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাবে।
দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি এ কে এম সামছুল হক বলেন, ইনশাআল্লাহ ভোট সুষ্ঠু হলে বিএনপির মনোনীত প্রার্থীই আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবে।
কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বলেন, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। ভোটাররা ভোট দিতে পারলে বিএনপির প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে।
অন্যদিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আবু জায়েদ আল মাহমুদ ওরফে মাখন সরকার, জাপা নেতা সুলতান আহমেদ জিসান, আবদুল কাদের জুয়েল আগামী নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে সাধারণ ভোটার ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে যাচ্ছেন। জাতীয়পার্টি যদি আগামীতে আওয়ামীলীগের জোটে না থাকে তাহলে পার্টির ওইসব নেতারা কুমিল্লা-১ আসনের জন্য পার্টির প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের কাছে মনোনয়ন চাইবেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com