কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয় ভবনের একটি কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছে। ১৮৫ বছরের পুরোনো ওই ভবন প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে সংস্কারের দেড় বছর না যেতেই গতকাল বুধবার ঐ কার্যালয়ের চিকিত্সকদের একটি কক্ষে এ ঘটনা ঘটে। বর্তমানে এ পুরোনো ভবনে ঝুঁকি নিয়েই কাজ করছেন চিকিত্সকসহ কর্মকর্তা-কর্মচারীরা।
স্বাস্থ্য প্রকৌশল বিভাগ সূত্র জানায়, ২০১৭-২০১৮ অর্থ বছরে ৫ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে ১৮৫ বছরের পুরোনো এ ভবনের দরজা-জানালা মেরামত, মেঝেতে টাইলস্ স্থাপন, থাই গ্লাস লাগানো, কার্যালয়ের সামনে বাগানের স্থাপনা এবং রং এর কাজসহ সংস্কার কাজ সম্পন্ন করা হয়। মেসার্স ইলেক্ট্রন বিল্ডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ২০১৭ সালের ২১ ডিসেম্বর এ কাজ শুরু করে। গত বছরের ২২ ফেব্রুয়ারি কাজ সম্পন্ন করে বিল তুলে নেয়। কিন্তু সংস্কার কাজ সম্পন্ন হওয়ার দেড় বছরের মাথায় গতকাল ঐ ভবনের চিকিত্সকদের একটি কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে।
কুমিল্লা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘এ ভবনটি এখনো ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়নি। তবে ভবনটি অনেক পুরোনো হওয়ায় এর পলেস্তরা খসে পড়েছে।
সূত্রঃ ইত্তেফাক
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com