ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এড. মো.আমিনুল ইসলাম টুটুল বলেছেন, ‘ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে কুমিল্লায় এখন পর্যন্ত কোন রোগী মারা যায়নি। ডেঙ্গু প্রতিরোধে বিশেষ করে জনসচেতনতা সৃষ্টিতে কুমিল্লা এখন রোল মডেল হিসেবে কাজ করছে। বর্তমানে ডেঙ্গু অনেকটা নিয়ন্ত্রনে চলে আসছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য কুমিল্লা সদর আসনের মাননীয় এমপি হাজী আকম বাহাউদ্দিন বাহারের দিক-নির্দেশনায় আদর্শ সদর উপজেলার প্রতিটি ওয়ার্ড ও স্কুল-কলেজে সচেতনতামূলক সভা, লিফলেট বিতরণ করা হয়েছে। এ সচেতনতা অভিযান অব্যাহত রাখতে হবে।
গতকাল বৃহস্পতিবার(২৯ আগস্ট) কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ কুদ্দুছুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.তারিকুর রহমান জুয়েল, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.ইকবাল হাসান, মেডিকেল অফিসার ডা.এনামুল হক, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এসএম সাইফুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মনিরজ্জামান মনির, প্রধান শিক্ষক আবদুর রহিম।
এসময় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুল খালেক, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাসু,স্থানীয় মেম্বার আবুল কাশেম,কামাল হোসেন, নাজমা আক্তার প্রমুখ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com