প্রেস বিজ্ঞপ্তিঃ গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল শুক্রবার (৩০ আগস্ট) বেলা পৌণে ১২টার সময় কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বড় মসজিদ রোডস্থ সৈয়দ বস্ত্রালয় দোকানের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে রাজিয়া আক্তার রাজু (৩০) এবং রওশন আরা বেগম (৬০) এই দুইজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে মোট দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ টাকা উদ্ধার করা হয়।
আটককৃত রাজিয়া সদর দক্ষিণ থানার ঝোলাই কুরিয়াপাড়া গ্রামের মোঃ আরিফ ইসলামের স্ত্রী এবং রওশন আরা একই গ্রামের মৃত শফিক মিয়ার স্ত্রী।
আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তারা কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার স্থায়ী বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। এসকল কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ র্যাব-১১ এর একটি বিশেষ দল তাদের উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com