ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে বিজিবি ও বিএসএফের মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধীন বিবির বাজার বিওপি এলাকার সীমান্ত পিলার ২০৮৩/১০ এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিবির বাজার স্থলবন্দরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম ফজলে রাব্বি ও ১৪৫ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট গণেশ কুমারসহ দুই বাহিনীর অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমন্বয় সভায় উভয়পক্ষ অনুপ্রবেশ, সীমান্ত হত্যা ও মাদক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার বিষয়ে একমত পোষণ করেন।
এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ-ভারত সীমান্তে পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উভয় ব্যাটালিয়ন কমান্ডারের মধ্যে কুশল বিনিময়ের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সভা শেষ হয়।
১০ বিজিবির অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সমন্বয় সভার বিষয়টি নিশ্চিত করেছেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com