বুড়িচং প্রতিনিধিঃ কুমিল্লা বুড়িচং উপজেলা সদরে ভ্রাম্মমান আদালত অভিযান চালিয়ে এক ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ফজলুল জাহিদ পাভেল এ অভিযান পরিচালনা করেন । নির্বাহী অফিসার সূত্রে জানা যায়, বুড়িচং সদর উত্তর বাজার ডা. মো: আজিজের নামে একাধিক অভিযোগ থাকায় এবং প্রেসক্রিপশনে নামের আগে ডাক্তার উপাধি থাকার কারণে ও দোকানের সাইনবোর্ডে ডাক্তার নাম ব্যবহার করায় এ প্রমাণ সাপেক্ষে এ জরিমানা করা হয়। কিন্তু তাকে এর আগে অনেক বার প্রেসক্রিপশনে নামের আগে ডাক্তার উপাধি ব্যবহার না করার জন্য অবগত করা হয়েছিল। তিনি এই নিষেদ্ধাজ্ঞা তোয়াক্কা করে এসেছিল। তার অভিযোগে সকল তথ্য প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ২০ হাজার টাকা জরিমানা করা হয় । এসময় তিনি সকল অপারেশন থিয়েটার, ডায়াগন্সটিক ও প্যাথলজি সেন্টার এবং সকল ডাক্তারের সনদ অভিযান চালান। তিনি বলেন পরবর্তী সময়ে এমন অভিযোগ আমার কানে আসলে তা সততা প্রমান হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এসময় স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com