ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার চান্দিনায় দুর্ধর্ষ ডাকাত বেলাল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় চান্দিনা উপজেলার সব্দলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডাকাতির বেশ কয়েকটি মামলার মধ্যে বেলাল একটি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত।
চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, বেলাল হোসেন চিহ্নিত ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। এসআই নোমান হক, এসআই নাজির আহমেদসহ একটি বিশেষ টিম সব্দলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
সূত্র জানায়, বেলাল ডাকাতের বাড়ি চান্দিনা উপজেলার মুরাদনগর গ্রামে। তার পিতা মৃত সুরুজ মিয়া। বেলালের বিরুদ্ধে চান্দিনা,দেবীদ্বার ও মুরাদনগর উপজেলায় অন্তত ৪টি ডাকাতি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত।
বেলাল ডাকাতের সহযোগীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে। বুধবার তাকে রিমাণ্ড আবেদনসহ আদালতে হাজির করা হতে পারে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com