ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বোরবার ভোর রাতে উপজেলার আকাবপুর গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, ৫৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ৫৪টি দেশীয় অস্ত্র, গান পাউডার, তরল পদার্থ উদ্ধার করে। এসময় পুলিশ ওই বাড়ী থেকে ৪ যুবককে আটক করেছে।
পুলিশ জানায়, বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশের একটি দল রাত্রীকালীন ডিউটি পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে বিপুল পরিমান অস্ত্রসহ কিছু যুবক একটি বাড়ীতে অবস্থান করছে। এ খবরে বুড়িচং থানা অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর আবু ইউসুফ ফসিউজ্জামান, এস আই শাহিন কাদির, এ এস আই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রোববার ভোর পৌনে ৩ টায় উপজেলার ময়নামতি ইউনিয়নের আকাবপুর গ্রামের মৃত আবদুল মান্নানের পুত্র মাসুম আলম (২৬) এর ঘরে অভিযান চালায়। উল্লেখ্য মাসুম আলম কুমিল্লার ইয়াবা সম্রাট মামুনের ছোট ভাই।
>>কুমিল্লার "মাফিয়া ডন" মামুন, ইয়াবা যার পারিবারিক ব্যবসা
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুম আলম ঘরের পিছন দিয়ে পালানোর চেষ্ঠা কালে পুলিশ তাঁকে আটক করে তাঁর দেহ তল্লাসী চালিয়ে ১টি ৭.৬২,পিস্তল উদ্ধার করে। পরে ঘরের মধ্যে লুকিয়ে রাখা ২৯ রাউন্ড গুলি, ১টি দেশীয় তৈরী পাইপগান, ৩০ টি কার্তুজ, ০৫ টি রামদা, প্রত্যেকটি লম্বা অনুমান ৪১ ইি , ০৫টি লম্বা ছুরি, প্রত্যেকটির লম্বা অনুমান ২৮ ইি , ১৬ টি দা, লম্বা অনুমান ২১ ইি , ০১ টি স্টীলের চাইনিজ কুড়াল, লম্বা ২৯ ইি , ১০টি স্টীলের পাইপ, কালো কসটেপ দ্বারা মোড়ানো, প্রত্যেকটির লম্বা অনুমান- ৩০ ইি , ১৭ টি হকিস্টিক, গান পাউডার, পাথরের টুকরা, ১ টি পাল্লস্টিকের বোতলে লাল রংয়ের কিছু তরল পদার্থ উদ্ধার করে। এসময় ঘরের মালিক মৃত আবদুল মান্নানের পুত্র মাসুম আলম (২৬), রাজশাহী জেলার গোদাগাড় থানার মাধপুর গ্রামের মফিজুল আলমের ছেলে সোহাগ (২৫), আকাবপুর মৌলভী বাড়ীর আবুল বাসারের ছেলে মোঃ কাশেম (২৩), রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন বমর্তল গ্রামের লুৎফুর রহমানের ছেলে ফিরোজ (২২) কে আটক করে।
>>মাদক ব্যবসায়ীর নিয়ন্ত্রণে কুমিল্লার নিমসার কাঁচা বাজার!
পুলিশ জানায়, আটককৃত আসামীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এক ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানান।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com