মাজহারুল ইসলাম বাপ্পিঃ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ারকে সভাপতি ও হাজী আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করার পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ সহ দলের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
লালমাই সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে গোলাম সারওয়ার ও হাজী আব্দুর রহিম উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে বাড়তি আমেজ লক্ষ্য করা গেছে। নতুন দায়িত্বপ্রাপ্ত দুই পরিচ্ছন্ন নেতা কে ফুল দিয়ে বরণ করে নেয়ার পাশাপাশি নেতাকর্মীরা একে অপরের মাঝে মিষ্টি বিতরণও করেছেন।
প্রিয় সভাপতি ও সাধারণ সম্পাদক কে মিষ্টি মুখ করিয়ে ফুল দিয়ে বরণ করে নিতে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পরার মতো। নব-গঠিত কমিটির হাত ধরেই সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ পাবে নতুন এক সাংগঠনিক ঠিকানা। এমনটাই প্রত্যাশা তৃণমূল আওয়ামীলীগের।
উল্লেখ্য: গত সোমবার সকাল ১০ টায় বৃহত্তর সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও লালমাই উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বি.কম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ বিএ, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, জেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন কামাল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল। এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোস্তফা হোসেন মজুমদার বাচ্চু, আব্দুল গফুর বিএসসি,সাংগঠনিক সম্পাদক এটিএম ইদ্রিস,সেলিম,আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন,অর্থ মন্ত্রীর এপিএস মো: মিজানুর রহমান,জোড়কানন পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান হাজী হাসমত উল্লাহ হাসু,চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সোহাগ,বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহাম্মেদ,বিজয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকা,জোড়কানন পূর্ব ইউপি চেয়ারম্যান এম.এ হারিছ,লালমাই আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ,আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক মেম্বার,রুহুল আমিন চৌধুরী,হাজী মমিন,জামাল পোদ্দার,উপজেলা যুবলীগ আহবায়ক মোতালেব হোসেন,যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান,সিনিয়র সদস্য মমিনুল ইসলাম লিটন,জহিরুল ইসলাম স্বপন,চৌয়ারা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক শাহআলম,যুবলীগ নেতা মনির ফরাজী সহ সকল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com