মো জুয়েল রানাঃ অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লার তিতাস উপজেলা নির্বাচনে নৌকার টিকেট পেলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন বোর্ডের সভায় পারভেজ হোসেন সরকারকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের এমপি সেলিমা আহমাদ মেরীর ঢাকাস্থ ব্যাবসায়ীক কর্যালয়ে তিতাস উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের মনোনয়নের জন্য জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের নাম একক ভাবে সমর্থন করেন এবং সেই আলোকে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট প্রস্তাব পাঠিয়ে ছিলেন।
পরে প্রার্থীদের সাংগঠনিক দক্ষতা যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে পারভেজ সরকারের নাম চুড়ান্ত করেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
এদিকে পারভেজ সরকার দলীয় প্রার্থী হিসেবে চুড়ান্ত করায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্থানীয় এমপি সেলিমা আহমাদ মেরীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্নভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ৩১ মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠিত কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ নির্বাচন বিভিন্ন অনিয়মের কারনে স্থগিত করে দেন নির্বাচন কমিশন। পরে দীর্ঘ পাঁচ মাস পর গত ১১ সেপ্টম্বর পূর্ন তফসিল ঘোষনা করেন। নির্বাচন কমিশনের উপ সচিব আতিয়ার রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানা যায়, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর, রিটার্নিং অফিসার কর্তৃক বাছাই ২২ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর এবং ভোট গ্রহনের তারিখ ২১ অক্টোবর ২০১৯ইং।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com