সদর দক্ষিণ প্রতিনিধিঃ কুমিল্লা সদর দক্ষিণের অলির বাজার শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ শুক্রবার বিকেলে অলির বাজার হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অলির বাজার ইউনাইটেড ক্লাবকে হারিয়ে অলির বাজার স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার। আওয়ামীলীগ নেতা দুদু মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম,যুবলীগ নেতা নাসির উদ্দিন, কোরবান আলী, অলির বাজার শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমন্বয়ক ও যুবলীগ নেতা ইমান হোসেন,মেহেদী হাসান। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com