ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুল বলেছেন, শিশু-কিশোরদের চরিত্রবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে ভূমিকা রাখতে হবে। বিশ্বায়নের এ যুগে অপসংস্কৃতির করাল গ্রাস আর নৈতিক অবক্ষয় রোধে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। তাই স্কুলগামী ছাত্রছাত্রীদেরকে অপসংস্কৃতি ও স্মাটফোন থেকে দূরে রাখুন। একজন যুবক কিংবা কিশোরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হলে সুস্থ বিনোদনের পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিমূখি করে গড়ে তুলতে হবে।
রবিবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন শহরতলীর বি.এ মুসলিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শিক্ষা মানোন্নয়ন, মাদক বিরোধী ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতেনামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এড মো.আমিনুল ইসলাম টুটুল এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকাররের উন্নয়নে দিশেহারা হয়ে একটি কুচক্রী মহল সরকারকে বিব্রত করতে পদ্মাসেতুঁর নামে গুজব ছড়িয়ে ছিল কিন্তু সফল হয়নি । সকল সড়যন্ত্র উৎখাত করে বাংলাদেশ এগিয়ে যাবে। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সাথে কোন আপোষ করে নাই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও কোন ষড়যন্ত্রকারীদের সাথে আপোষ করবেনা। বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। এতে ইর্ষান্বিত হয়ে দেশীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র করে বাংলাদেশের অগ্রযাত্রাকে দমানো যাবে না।
বি এ মুসলিম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুল খালেক মাষ্টারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.তারিকুর রহমান জুয়েল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোসা. নাসিমা আক্তার, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল, বীরমুক্তিযোদ্ধা ইবরাহিম খলিল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নরেন্দ্র চন্দ্র। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের শিক্ষক মো. জাহাঙ্গীর আলম।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com