জহিরুল হক বাবুঃ কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের দূর্গাপুর এলাকায় বিভিন্ন ফসলী জমিতে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন নষ্ট করা হয়েছে। সোমবার বেলা দেড়টায় বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভুমি) তাহ্মিদা আক্তার অভিযান চালিয়ে দুটি মেশিন জব্দ করেন এবং মেশিন দুটি নষ্ট করে ব্যবহার অনুপযোগী করেন। এ সময় সহকারী কমিশনার (ভুমি) স্থানীয়দের সতর্ক করে দেন। যাতে করে কেউ ভবিষ্যতে কেউ অবৈধভাবে মাটি উত্তোলন না করে।
জানা যায়, বুড়িচংয়ে ড্রেজার দিয়ে ফসলী জমির মাটি উত্তোলন করা হচ্ছে।এতে করে ফসলী জমি, বাড়ী ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এ বিষয়ে এলাকাবাসী ড্রেজার মালিকদের বিভিন্ন ভাবে বাঁধা প্রদান করলেও ক্ষমতার প্রভাব খাটিয়ে দিনে রাতে মাটি কেঁটেই যাচ্ছে। গত কয়েকদিন বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশ হলে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। পরে আজ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনার লক্ষ্যে সহকারী কমিশনার (ভুমি) তাহ্মিদা আক্তার পুলিশ সদস্যদের নিয়ে বুড়িচং উপজেলায় এক অভিযান পরিচালনা করতে যায়। খবর পেয়ে ড্রেজারের মালিক ও তাদের সঙ্গীরা পালিয়ে যায়। পরে মাটি উত্তোলনের জন্য ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করে সেগুলো ব্যবহার অনুপযোগী করা হয়। অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) তাহমিদা খানম বলেন, আইন না মেনে বুড়িচং এলাকায় অনেকেই ড্রেজার দিয়ে বালু মাটি উত্তোলন করছে।এতে করে ফসলী জমি যেমন ক্ষতি হচ্ছে তেমনি হুমকীর মুখে পড়ছে মানুষের বসতভিটি। তাই জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক নির্দেশনায় আমরা অবৈধ মাটি ও বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। এমন অভিযানের অব্যহত থাকবে বলে জানান তিনি জানান।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com