নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকায় "ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতি" কর্তৃক আয়োজনে অনুষ্ঠিত হলো কেরিয়ার বিষয়ক আলোচনা অনুষ্ঠান ও ঈদ পূনর্মিলনী। ঢাকায় অবস্থারত চান্দিনার ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয় ব্যতিক্রমী এই অনুষ্ঠানটি। সংগঠনের সভাপতি মহিউদ্দিন সৌরভের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এইচ এম শরিফুল ইসলাম ভুইয়ার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান আকর্ষন ছিল বিএসএমএমইউ এর সাবেক উপাচার্য ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. প্রান গোপাল দত্তের কেরিয়ার বিষয়ক বক্তব্য। উক্ত আলোচনায় অংশ নিয়ে কেরিয়ার বিষয়ক পরামর্শ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদী মাসুদ, জাতীয় পার্টির কুমিল্লা জেলা সভাপতি লুৎফর রেজা খোকন, সাবেক উপজেলা চেয়াররম্যান নাজমুল আহসান মজুমদার, বিএসএমএমইউ এর সহকারী অধ্যাপক এবং প্রধানমন্ত্রীর গোল্ড মেডেল প্রাপ্ত ডাক্তার এইচ এম জাকির সিকদার, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, যুগ্ম জেলা জজ আবুল হাসানাত, দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক নুরুল ইসলাম সহ কেরিয়ার সফল চান্দিনায় জন্মগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা অধ্যাপক, চিকিৎসক, আমলা, বিচারক, ব্যাংকার, আইনজীবী এবং প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ অংশ নিয়েছেন। অনুষ্ঠানে বক্তারা পড়াশুনা ও অধ্যাবসায়ের উপর জোর দিয়ে কেরিয়ার গড়ার পরামর্শ দিয়েছেন। তরুন শিক্ষার্থীদের সামনে সফল ব্যক্তিরা তাদের সাফল্যের পিছনে নিজস্ব কৌশল ও পরিশ্রমের গল্প শুনিয়েছেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com