মাহদী হাসান ।। রাজা চাপিতলা গ্রামের উন্নয়ন ও জনগণের সেবা করতে ফুটবল মার্কায় ভোট চাইলেন মেম্বার প্রার্থী মো রাসেল মিয়া।
কুমিল্লার মুরাদনগরের ৮ নং চাপিতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মোঃ রাসেল মিয়া ফুটবল মার্কা নিয়ে মেম্বার পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। তরুণ এই মেম্বার পদপ্রার্থী বলেন, 'আগামী দিন গুলোতে রাজা চাপিতলার রাস্তা-ঘাট উন্নয়ন, মাদকমুক্ত ও শিক্ষিত সমাজ হিসেবে গড়ে তুলতে চাই। দেশের অন্যতম উন্নত গ্রামে পরিণত করতে গ্রামবাসীর সহযোগিতা প্রার্থণা করছি'। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রনেতা মামুনুর রশিদ বলেন, ' ৯ নং ওয়ার্ডবাসীর কাছে একটা চাওয়া থাকবে, প্রার্থীর গুনাবলী,আচার -আচরণ, মানুষের প্রতি কতটুকু আন্তরিক, মানবতা, যোগ্যতা এবং অসহায় মানুষের পাশে সহোযোগিতার হাতটা যে বাড়িয়ে দেয়; সেই আমাদের রাসেল। মানুষের সেবা করার গুণাবলি তার মধ্যে আছে। তাকে ফুটবল মার্কা ভোট দিয়ে সবার পাশে থাকার সহায়তা করুন'। রাজা চাপিতলার সাধারণ জনগণ জানান, ' এই উপ-নির্বাচনে রাসেল মিয়া যোগ্য পদ প্রার্থী। সে নির্বাচিত হলে গ্রামের দ্রুত উন্নয়ন হবে বলে প্রত্যাশা করি'।
খাদ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা আবুল হাসেমের সুযোগ্যপুত্র মো রাসেল মিয়া। রাসেল মিয়া বলেন,
'গ্রামের মানুষের কাছে একটি চাওয়া, আপনারা আমাকে একটি রাত পাহারা দেন, আমি আপনাদের পাঁচটি বছর পাহারা দিবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে রাজা চাপিতলার এই উপ-নির্বাচন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com