ডেস্ক রিপোর্টঃ রোগীর জীবন নিয়ে খেলা করছে কুমিল্লা টাওয়ার হাসপাতাল। একের পর এক ভুল চিকিৎসা রোগীর মৃত্যুর আশ্চর্যজনক ঘটনার জন্ম দিয়ে চলেছে কুমিল্লা টাওয়ার হসপিটাল।
রোগীর স্বজনদের অভিযোগ, শুক্রবার (১১ অক্টোবর) চৌদ্দগ্রাম পৌর এলাকার চান্দিশকরা গ্রামের মোঃ মাসুমের পুত্র দিপু (১৬) কে গলায় টনসিল অপারেশন করতে কুমিল্লা টাওয়ার হসপিটালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ ডাক্তার হারুনুর রশিদের অপারেশন চলাকালে ভুল চিকিৎসায় গলার রগ কেটে য়ায় দিপুর। তাতক্ষণিকভাবে মারা যায় দিপু। পালিয়ে যায় ডাক্তার হারুনুর রশিদ।
শুধু তাই নয়, এই হসপিটালের অসংখ্য ডাক্তার টেকনিশিয়ান ভুয়া বলে ইতোমধ্যে প্রমানিতও হয়েছে। তবুও কি কারণে কর্তৃপক্ষ এই হসপিটালটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না? প্রশ্ন ভুক্তভোগীদের।
এই হসপিটালের অপচিকিৎসা বন্ধ সহ ভুয়া ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন রোগীর স্বজনরা।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com