ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা সদর আসনের এমপি হাজী আকম বাহাউদ্দিন বাহার’র সাথে শনিবার (১২ অক্টোবর) কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি পদে ওমর ফারুকী তাপস, সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান আশিক, সহ-সভাপতি মোঃ মনির হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক-সালাউদ্দিন সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অমিত মজুমদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহ ইমরান, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম, দপ্তর সম্পাদক এইচ.এম মহিউদ্দিন।
কমিটির সদস্য মোঃ রবিউল হোসেন, রোহন কুমার দাস, তুহিন আহাম্মদ, সৌরভ মাহমুদ হারুন, মারুফ আহম্মেদ কল্প, ফয়সাল আহম্মেদ, মেহরাজ হোসেন শিমুল, নূর আল হামিম পিয়াস, কামরুল হাসান বিজয়, ম্যাক রানা, মোঃ উজ্জল হোসেন বিল্লাল।
সাক্ষাতকালে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম নবগঠিত কমিটির নেতৃবৃন্দেকে এমপি হাজী আকম বাহাউদ্দিন বাহার স্বাগত জানিয়ে বলেন, একটি ছবি যে কোন ঘটনার জলন্ত প্রমান। আপনার বিভিন্ন ঘটনা জনসাধারনের নিকট সঠিকভাবে তুলে ধরবেন। নবগঠিত কমিটির সঠিক নেতৃত্বে ফটো সাংবাদিকরা কুমিল্লার সঠিক চিত্র তুলে ধরে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার আহবান জানান।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com