ডেস্ক রির্পোটঃ ধ্বংসের হাত থেকে পিতার প্রতিষ্ঠিত স্কুল রক্ষার দাবি জানিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। শনিবার (১২ অক্টোবর) আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খানের কুমিল্লা ঠাকুরপাড়ার বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তার মেয়ে।
লিখিত বক্তব্যে সীমা জানান, তার পিতা অধ্যক্ষ আফজল খান পরিশ্রমের টাকা দিয়ে কুমিল্লায় ২২টি শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো কুমিল্লা মডার্ন হাই স্কুল। ১৯৯৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত এই স্কুলটি বোর্ডের শীর্ষ প্রতিষ্ঠান ছিল। ২০১৬ সালে একটি মহল স্কুলটি দখলে নেয়। এরপর থেকে এর ফলাফল খারাপ হচ্ছে। বিভিন্ন নামে শিক্ষার্থীদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। কষ্টে গড়া প্রতিষ্ঠানটি দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি প্রতিষ্ঠানটি রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে অধ্যক্ষ আফজল খান, স্কুলের সাবেক প্রধান শিক্ষক নার্গিস আফজল, এফবিসিআইএর পরিচালক মাসুদ পারভেজ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com