মাজহারুল ইসলাম ঃমাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শ্রেণি প্রথা উঠিয়ে দেয়া সত্বেও পরিবার পরিকল্পনা অধিদপ্তর গত ৪ঠা সেপ্টেম্বর ২০১৯ইং এ ৫৯.১১.০০০০.১১০.০০১.২০১৮-২৩৭৪নং স্বারকে জনসংখ্যা নিয়ন্ত্রন কর্মসূচীর মূল চালিকা শক্তি সাড়ে ২৩ হাজার পরিবার কল্যাণ সহকারীদের ৪র্থ শ্রেণী চিহ্নিত করে অধিদপ্তর কর্তৃক পত্র জারি করার তীব্র প্রতিবাদ জানিয়ে ও অবমাননা করে জারিকৃত পত্র অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে সদর দক্ষিণ উপজেলা পরিবার কল্যাণ সহকারী সমিতির নেতৃবৃন্দ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করে।
এ সময় বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম সম্পন্ন করার মূল্য উৎস এবং এককথায় এ বিভাগের প্রাণ আমরা ২৩৫০০জন পরিবার কল্যান সহকারী যারা সকলেই নারী। আজ আমাদের ক্রন্দন কেউ শুনেনা। আমরা চরমভাবে অসম্মানিত। পদে পদে লা নার স্বীকার। আমাদের নেই কোন নিয়োগ বিধি,নেই কোন পদোন্নতি,নেই কোন সিলেকশান গ্রেড,নেই ন্যুনতম সম্মানটুকুরও। এ ছাড়াও পরিবার কল্যাণ সহকারী সমিতির নেতৃবৃন্দ হৃদয়ের অতি কাঙ্খিদ সাত দফা দাবী তুলে ধরেন। দাবী গুলো পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি হতে এইচএসসি’তে উন্নতিকরণসহ বেতন ভাতাদি ন্যূনতম ১৫ তম গ্রেডে উন্নতিকরণ। ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে পূর্বে কর্মচারীগণের গ্রেড বহাল রাখতে হবে। সিনিয়র পরিবার কল্যাণ সহকারী পদ সৃজন। পরিবার কল্যাণ সহকারীদের সিনিয়র পরিবার কল্যাণ সহকারী পদে পদোন্নতি প্রদানসহ পরিবার পরিকল্পনা পরিদর্শক পদের ন্যুনতম ২০% পদ পরিবার কল্যাণ সহকারীদের মধ্য হতে বয়স ও যোগ্যতার ভিত্তিতে অন্যান্য পদন্নোতির নিশ্চত করা হবে। সকল পরিবার কল্যাণ সহকারীদের পর্যায়ক্রমে ৬মাসের সি.এস.বি প্রশিক্ষণ প্রদানের ঘোষণা সহ প্রশিক্ষণ প্রাপ্ত সিএসবিদের টেকনিক্যাল স্কেল পদ মর্যাদা সহ, টেকনিক্যাল ভাতা বা উচ্চতরস্কেল/গ্রেড দেয়ার ব্যবস্থাকরণ প্রয়োজনে পরিবার কল্যাণ সহকারীদের পদ টেকনিক্যাল পদ হিসেবে ঘোষনাকরণ। পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে প্রশিক্ষণের জন্য মনোনয়নের ক্ষেত্রে পরিবার কল্যাণ সহকারী পদ হতে পূর্বের ধার্যকৃত ৩০% (যা বাতিল করা হয়েছে) সহ মোট ৫০% প্রেষণে প্রশিক্ষণ প্রদান পূর্ণঃবহালের ঘোষণা দিতে হবে। পরিবার কল্যাণ সহকারীদের পেনশন ২০% কর্তন করে রাখা হচ্ছে। তাদের কর্তনকৃত ২০%টাকা ফেরত সহ ১০০% পেনশন নিশ্চত করতে হবে। প্রস্তাবিত নিয়োহবিধি দ্রæত বাস্তবায়ন করতে হবে। পরিবার কল্যাণ সহকারীদের কাজের পরিধি বি¯ৃতি হওয়ার প্রতি ৫০০ দম্পত্তির বিপরীতে একজন পরিবার কল্যাণ সহকারী পদ সৃষ্টি এবং যে সকল পরিবার কল্যাণ সহকারী অতিরিক্ত দাষিত্ব পালন করছে তাদের মূল্য বেতনের ২০% অতিরিক্ত দায়িত্ব ভাতা ঘোষনা সহ শ্রেষ্ঠ কর্মী নির্বাচনের ক্ষেত্রে শ্রেষ্ঠ সিএসবিদেরকেও মূল্যায়ন করতে হবে। পরিবার কল্যাণ সহকারীদের সন্তানদের পরিকল্পনা বিভাগের ৩য় ও ৪র্থ শ্রেণির অথবা তৎসমতুল্য গ্রেড নিয়োগের ক্ষেত্রে ৩০% পোষ্য কোটার ব্যবস্থাকরণ করতে হবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com