শাহনেওয়াজ বাবলুঃ মহামান্য হাইকোর্টের রায়,সংশ্লিষ্ট পর্যবেক্ষন,মন্তব্য,আইনগত ভিত্তি,কমিশন ঘোষিত বিভিন্ন সময় এ সংক্রান্ত নীতিমালার আলোকে জনসংখ্যা ও ভোটার সংখ্যার ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা এবং উপজেলার সাবেক অংশ বর্তমান সিটি কর্পোরেশনে দক্ষিণের ৯টি ওয়ার্ড সহ ২৫৬-কুমিল্লা সাবেক ৯ নির্বাচনী এলাকাকে পূনর্বহালে সম্প্রতি হাইকোর্টের দেয়া রায় কে বহালের দাবিতে সোমবার দুপুরে সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মহানগর দক্ষিণের ৯াট ওয়ার্ডের ঐক্য সংহতি নেতা কর্মীরা কুমিল্লা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ খোরশেদ আলমের নিকট স্বারক্ষলিপি প্রদান করেন। এ সময় সদর দক্ষিণ উপজেলা ঐক্য সংহতি আহবায়ক মোস্তফা মোরশেদ চৌধুরী, সদস্য শাহজাহান মজুমদার, স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল,সদস্য সচিব ইসমাইল হোসেন মজুমদার, সাবেক চেয়ারম্যান আমান উল্ল্যাহ আমান, শহীদ কমিশনার,সাবেক চেয়ারম্যান আব্দুর রব জিলানী,সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মমিনুল ইসলাম, ওমর ফারুক সুমন,সিটি কাউন্সিলর কাজী মাহাবুবুর রহমান, উপজেলা যুবদল সভাপতি খলিলুর রহমান মজুমদার ,সদস্য অহিদুর রহমান মজুমদার,রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম,আমান উদ্দিন আহম্মেদ,মহিউদ্দিন আজিজী,উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ খোকা, উপজেলা যুব ঐক্য আহবায়ক ইউছুফ আলী মির পিন্টু, সদস্য সচিব আমান উদ্দিন চৌধুরী,মহানগর যুব ঐক্য আহবায়ক মনির হোসেন,সদস্য সচিব সোহাগ মজুমদার, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন,মহানগর দক্ষিণ ছাত্রদল সভাপতি মোবারক হোসেন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, ছাত্র ঐক্য প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন,মামুনুর রশিদ,তারিকুল ইসলাম সহ উপজেলা সকল ইউনিয়নের আহবায়ক ও সদস্য সচিব এবং মহানগর দক্ষিণ ৯ ওয়ার্ডের আহবায়ক ও সদস্য সচিব ও উপজেলা ও মহানগরের সকল নেতৃবৃন্দ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com