চান্দিনা প্রতিনিধিঃ চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর বাজারে সোমবার সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় খালের পার্শ্বে সরকারি খাস ভূমিতে গড়ে উঠা ১৭টি দোকান উচ্ছেদ করা হয়। ২৮ আগস্ট তারিখে মন্ত্রিপরিষদ বিভাগের সভায়- নদী ও খালের পানি প্রবাহে বাঁধা সৃষ্টিকারী স্থাপনা উচ্ছেদে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ওই উচ্ছেদ অভিযান হয়। উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাকারিয়া। উচ্ছেদ অভিযানে চান্দিনা থানা পুলিশ, র্যাব-১১, কুমিল্লা জেলা পুলিশ ও চান্দিনা ফায়ার স্টেশন এর দমকল কর্মীরা সহায়তা করেন।
এদিকে উচ্ছেদ অভিযান চলাকালে মোবাইল কোর্ট এর মাধ্যমে পণ্যের দাম উল্লেখ না থাকায় ৩টি ব্যবসায় প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা করে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।
দোল্লাই নবাবপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. সাইফুল নেওয়াজ জানান, ‘সকাল থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানের মাধ্যমে ১৭টি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। উচ্চ আদালতে মামলা বিচারাধীন থাকায় তিনটি দোকান ভাঙা হয় নি।’
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com